ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে বিসিসি’র অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ৯, ২০১৯
বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে বিসিসি’র অভিযান, জরিমানা একটি দোকান বন্ধ করে দেওয়া হয়

বরিশাল: রমজানে ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে ও ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

বুধবার (০৮ মে) পরিচালিত এ অভিযানে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের ৬টি দোকানকে মোট ১৭ হাজার টাকার জরিমানা করা হয়।

পাশাপাশি একটি দোকান বন্ধকরাসহ আরো ৫টি দোকান থেকে ট্রেড লাইসেন্স নবায়ন বাবদ ৩৩ হাজার টাকা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ মাহমুদ জুয়েল।  

এসময় বিসিসি’র ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম ও ট্রেড লাইসেন্স শাখার সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad