ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে ইসলামিক রিলিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

ঢাকা: আগামী পাঁচ বছরে বাংলাদেশের দরিদ্রদের কল্যাণে প্রায় আড়াইশ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ইসলামিক রিলিফ’।

বুধবার সন্ধ্যায় হোটেল শেরাটনে আয়োজিত ইফতার মাহফিলে সংস্থাটির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. আহমেদ তসন এ কথা জানান।



ইফতার মাহফিলে দেশের বিশিষ্ট নাগরিক ও দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘ইসলামিক রিলিফ’ বিশ্বের ৪২ দেশে দরিদ্রদের স্বাবলম্বী করাসহ স্বাস্থ্য, শিশুকল্যাণ, কারিগরি শিক্ষা ও  বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

‘৯১ সালে এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন পেয়ে বাংলাদেশের ১৬টি জেলায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে তারা।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad