ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে ত্রিপুরা সংস্কৃতি মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
খাগড়াছড়িতে ত্রিপুরা সংস্কৃতি মেলা শুরু

খাগড়াছড়ি: ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী ত্রিপুরা সংস্কৃতি মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাকে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের হাজারো মানুষ অংশ নেন।

 

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুর মাঠে আয়োজিত ত্রিপুরা সংস্কৃতি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্য অনুষ্ঠিত হয়।
 
এসময় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
১২ এপ্রিল থেকে শুরু হয়ে মেলা চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।