ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো চিবিয়ে খাওয়া ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
বাজারে এলো চিবিয়ে খাওয়া ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’

ঢাকা: পানি কি কখনো চিবিয়ে খাওয়া যায়, এ ধরনের ধারণা আমাদের কখনোই ছিলো না। কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশের পানীয় বাজারে প্রাণ নিয়ে এলো নাটা ডি কোকো সমৃদ্ধ এক সুস্বাদু ফ্লেভারড ড্রিঙ্ক ‘ড্রিংকো’ যা শুধু পান করাই যায় না, চিবিয়ে খাওয়াও সম্ভব। 

স্ট্রবেরি, পাইনআপেল, ম্যাংগো ও লিচি- এ চারটি ফ্লেভারে বাজারে পাওয়া যাচ্ছে ভিন্ন স্বাদের ড্রিঙ্ক ‘ড্রিংকো ফ্লোট’।

এটি প্লাস্টিকের বোতলে বাজারজাত করা হচ্ছে যার ভেতরে থাকছে উল্লেখ্য চারটি ফ্রেভার অনুযায়ী সুস্বাদু নাটা।

এ নাটা সম্পূর্ণরূপে অরগানিক এবং নারিকেলের পানি দিয়ে তৈরি। এ নাটা ভর্তি ড্রিংকো খেতে হবে চিবিয়ে। পুরো বোতল ভর্তি এ নাটা পানীয় বাজারে এক নতুন সংযোজন, যা এ গরমে মাতিয়ে রাখবে পানীয় প্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad