bangla news

ইউনাইটেড এয়ারের কাছে মূল্য সংবেদনশীল তথ্য নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৪-০৭ ২:২৬:২০ পিএম
ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড

ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

রোববার (০৭ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৭ মার্চ ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর ছিল ২.৪০ টাকা। যা ৪ এপ্রিল (বৃহস্পতিবার) লেনদেন শেষে ২.৮০ টাকায় দাঁড়ায়। সে হিসাবে ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ০.৪০ টাকা বা ১৭ শতাংশ।

ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটিকে নোটিশ দেয় ডিএসই। নোটিশের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ার দর বৃদ্ধির মতো অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এসএমএকে/জেডএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-04-07 14:26:20