ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শ্রীহট্ট ইকোনমিক জোন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
শ্রীহট্ট ইকোনমিক জোন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার (৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইকোনমিক জোনসহ দেশের বিভিন্ন এলাকার ৬৫টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক (ডিসি) তোফায়েল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, হবিগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।

২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দেশের অন্যতম বৃহৎ এ অর্থনৈতিক অঞ্চলের প্রথম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশে এ মুহূর্তে শিল্প স্থাপন উপযোগী ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোন একটি। এরইমধ্যে এখানে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইলসহ ছয়টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানান, শ্রীহট্ট ইকোনমিক জোনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে প্রত্যক্ষভাবে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে দেড় লাখ লোকের।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।