ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হালদা ভ্যালীর ‘ফার্স্ট ফ্লাশ-টি ও হোয়াইট-টি’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
হালদা ভ্যালীর ‘ফার্স্ট ফ্লাশ-টি ও হোয়াইট-টি’ হালদা ভ্যালীর নতুন চায়ের উদ্বোধন।

ঢাকা: দেশের চা-প্রেমীদের কথা মাথায় রেখে হালদা ভ্যালী ফুড অ্যান্ড বেভারেজের লিমিটেড বাজারে নিয়ে আসছে বিশ্বমানের ‘ফার্স্ট ফ্লাশ-টি ও হোয়াইট-টি’।

সোমবার (১৮ মার্চ) হালদা ভ্যালীর গুলশানস্থ কার্যালয়ে চা দু’টির উদ্বোধনী করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বিশেষজ্ঞ লু জিয়াং, হালদা ভ্যালী ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজিং ডিরেক্টর শামীম খান, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আশিক পাশা, ব্র্যান্ড ম্যানেজার আজমাঈন রহমান প্রমুখ।

আগামী (২১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বাজারে পাওয়া যাবে ওই চা দু’টি।

কোথায় পাবেন- ঢাকায় মিনা বাজার (ধানমন্ডি ২৭), স্বপ্ন (গুলশান-১), ইউনিমার্ট (গুলশান-২, ধানমন্ডি), মেহেদি মার্ট (বসুন্ধরা), ঢালী সুপার শপ (গুলশান-২) ও আগোরা (গুলশান-২, সীমান্ত স্কয়ার) এবং চট্টগ্রামে আগোরা ও খুলশি মার্টে।

আর যারা ঘরে বসেই পেতে চান এই চা, তারা অর্ডার করতে পারেন দেশের জনপ্রিয় ই-কমার্স সাইটগুলোতে।

হালদা ভ্যালীর ফেসবুক পেজ (facebook.com/haldavalley/) ও ওয়েবসাইট (haldavalley.com/value-you/) থেকে বিস্তারিত জানা যাবে তাদের সব ধরনের চা নিয়ে।

বাংলাদশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।