ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২০৩০ সালের মধ্যে দেশের সব মানুষকে সেবার আওতায় আনতে চায় বেস্টওয়ে গ্রুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১০
২০৩০ সালের মধ্যে দেশের সব মানুষকে সেবার আওতায় আনতে চায় বেস্টওয়ে গ্রুপ

ঢাকা: ২০৩০ সালের মধ্যে দেশের সব মানুষকে বেস্টওয়ে গ্রুপের সেবার আওতায় নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করলেন দেশের অন্যতম বৃহৎ এ গ্রুপটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মিজানুর রহমান।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ প্রত্যয়ের কথা জানান।



১৫টি প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিষ্ঠান বেস্টওয়ে গ্রুপের কর্ণধার মিজানুর রহমান বলেন, ‘এ দেশের মানুষের মানবিক ও নাগরিক অধিকারগুলো পূরণে সরকারের পাশাপাশি আমরাও নিরলস পরিশ্রম করে যাচ্ছি। দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও একুশ শতকের আধুনিক বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ’

বেস্টওয়ে গ্রুপের পরিচালিত বিভিন্ন কার্যক্রমে অন্তত ১০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি।

দোয়া ও ইফতার মাহফিলে সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইফতারের পর আমন্ত্রিত অতিথিদের জন্য র‌্যাফেল ড্র’র আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।