ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শেয়ারবাজার

অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না কন্টিনেন্টাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানে না কন্টিনেন্টাল

ঢাকা: অস্বাভাবিক হারে শেয়ারের দাম বাড়ার কারণ জানে না কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (২৮ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম গত ১২ ডিসেম্বর থেকে বাড়ছে।

ওই দিন শেয়ারটি লেনদেন হয়েছিলো ১৭ টাকা। গত ২৭ জানুয়ারি কোম্পানির শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৩০ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ শেয়ারটি দাম বাড়ে সাড়ে ১৩ টাকা।

তবে গত ২২ জানুয়ারি থেকে অস্বাভাবিক হারে শেয়ারটির দাম বাড়ছে বলে মনে করে ডিএসই কর্তৃপক্ষ। ওই দিন থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত শেয়ারটির দাম বেড়েছে ৭ টাকা। অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো সংবেদনশীল তথ্য আছে কি না জানতে চেয়ে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এরই প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।