ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আইসিবিবিতে ৪দিনের ইয়ার্ন অ্যান্ড ফ্রেবিক শো শুরু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
আইসিবিবিতে ৪দিনের ইয়ার্ন অ্যান্ড ফ্রেবিক শো শুরু  অতিথিদের নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন ফেব্রিক শো-২০১৯ (উইন্টার এডিশন) এর ১৫তম আসর বসেছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিবিবি)। বুধবার (২৩ জানুয়ারি) শুরু হওয়া এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে।

বুধবার আইসিবিবির সেমিনার হলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, তৈরি পোশাক উৎপাদন ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি আতিকুল ইসলাম,  পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহ-সভাপতি মনসুর আহমেদ, সিসিপিআইটি-টেক্স পরিচালক সেন জেন।

আর সভাপতিত্ব করেন সেমস গ্লোবালের এমডি মেহেরুন এন ইসলাম।

পড়ুন>>আমি সুর পাল্টাবো না, ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী

এবার সেমস গ্লোবাল ও সাব কাউন্সিল অব টেক্সাটাইল ইন্ডাস্ট্রি-টেক্স (সিসিপিআইটি-টেক্স) যৌথভাবে আয়োজন করেছে ডাই+ক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৯, তৃতীয় ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিশ শো-২০১৯, উইন্টার এডিশন।
 
প্রদর্শনীতে বিশ্বের ২২টি দেশের ৩৭০ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে থাকছে নিত্য নতুন প্রযুক্তি, সব ধরনের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিস, ইয়ার্ন অ্যান্ড ফাইবার, রং, রাসায়নিক দ্রবাদি এবং অন্যান্য সর্বশেষ উদ্বোধনী কাঁচামাল।
প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী পরিদর্শনের জন্য www.e-registrations.com ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad