ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

উৎপাদন বাড়াতে আরো ৬ ইউনিট করবে এমআই সিমেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
উৎপাদন বাড়াতে আরো ৬ ইউনিট করবে এমআই সিমেন্ট এমআই সিমেন্ট কোম্পানির ক্রাউন সিমেন্ট

ঢাকা: উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন করে আরো ছয়টি ইউনিট স্থাপন করবে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড। পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোরবার (২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে কোম্পানির ১১ হাজার মেট্রিক টন উদপাদন ক্ষমতা রয়েছে।

সেখান থেকে প্রতিদিন উৎপাদন আরো ৮ হাজার ৪শ মেট্রিক টন বাড়িয়ে ১৯ হাজার ৪শ মেট্রিক টন করা হবে।  

এগুলো স্থাপন করা হবে পশ্চিম মুক্তারপুর, মুন্সীগঞ্জ কারখানা প্রাঙ্গণে। যার আনুমানিক ব্যয় ৬শ কোটি টাকা। আগামী ২০২১ সালের ১ জানুয়ারি নতুন ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।