bangla news

দেড় মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১১-১৯ ৩:১৫:৫৬ পিএম
ঢাকা স্টক এক্সচেঞ্জ লোগো

ঢাকা স্টক এক্সচেঞ্জ লোগো

ঢাকা: দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয়  কার্যদিবস সোমবার (১৯ নভেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন ব্যাংক, বিমা, প্রকৌশল ও আর্থিক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় লুজারের সংখ্যা ছিলো বেশি।

তবে বেশকিছু বড় মূলধনী কোম্পানির শেয়ারের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট। পাশাপাশি বেড়েছে লেনদেনও।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা। যা প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে চলতি বছরের ৭ সেপ্টেম্বর লেনদেন হয়েছিলো ৮৪৪ কোটি ৮০ লাখ ১৩ হাজার টাকা।

ডিএসই’র তথ্যমতে, এ বাজারে ১৭ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৮২১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮০৩ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৬ কেটি ৫৪ লাখ ৭ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৫৫৫ কোটি ৭৫ লাখ ৪৯ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ১ হাজার ২১৪ পয়েন্টে। এছাড়াও ডিএস-৩০ ইনডেক্স দশমিক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং ২৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৫১৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৪ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৭০ লাখ ৬১ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএফআই/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   শেয়ার বাজার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-11-19 15:15:56