ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তৈরি পোশাকের মূল্য বাড়ানোর আহবান বিজিএমই’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
তৈরি পোশাকের মূল্য বাড়ানোর আহবান বিজিএমই’র

ঢাকা: তৈরি পোশাকের মূল্য বাড়ানোর জন্য ক্রেতাদের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংস্থা (বিজিএমইএ)।

রোববার রাজধানীর একটি হোটেলে কূটনীতিক, ক্রেতা, সরকারি-বেসরকারি কর্মকর্তাদের
সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহবান জানান বিজিএমইএ সভাপতি সালাম মুর্শেদী।



ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

সালাম মুর্শেদী বলেন, বিশ্ব মন্দা, তুলার দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সমস্যা সত্ত্বেও মাত্র সাড়ে তিন বছরের মাথায় শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

এসময় তিনি ক্রেতাদের পোশাকের ন্যায্যমূল্য দিয়ে এই খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আহবান জানান।

ক্রেতাদের সহযোগিতায় শ্রমিকদের বেতন দ্রুত বৃদ্ধি করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ২০১১ সালের মধ্যে গ্যাস এবং বিদ্যুত সমস্যা দূর হবে। পোশাক শিল্পের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ শীগগিরই ছাড় করা হবে।

মন্ত্রী পোশাক ক্রেতাদের উদ্দেশে আরও বলেন,  শ্রমিকদের জন্য যে বেতন নির্ধারিত হয়েছে তা খুব সন্তোষজনক না হলেও স্বল্পতম সময়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। আপনারা সাড়া দিলে যে কোনো সময় বেতন বাড়ানো সম্ভব হবে।

বাংলাদেশ সময় ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।