ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সিলেটে সুবিধাবঞ্চিতদের পাশে শেভরন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
সিলেটে সুবিধাবঞ্চিতদের পাশে শেভরন

ঢাকা: সিলেটের সদর উপজেলার সুবিধাবঞ্চিত ১২শ’ নারী-পুরুষের জন্য তৃতীয় বিকল্প জীবিকা কর্মসূচি বাস্তবায়নে ফেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি স্বার করেছে শেভরন।
 
রোববার এ উপলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এফআইভিডিবির কাছে চেক হস্তান্তর করে শেভরন।


 
বিবিয়ানা ও মৌলভীবাজার গ্যাস ফিল্ডের পার্শ্ববর্তী এলাকার এসব নারী-পুরুষের দতা বাড়ানো ও আয়ের উৎস তৈরি করতে এ প্রকল্প পরিচালিত হবে।

প্রকল্পের ল্য নারীদের জন্য নমনীয় কাজের সুযোগ তৈরি করে পর্যাপ্ত আয় নিশ্চিত করে তাদের টিকে থাকতে সহায়তা করা। পাশাপাশি যা পরে প্রতিষ্ঠানের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে শেভরন, বাংলাদেশের পরিচালক (আইন) জোসেফ এ টমকিউয়েজ, পরিচালক (এক্সর্টানাল অ্যাফেয়ার্স) নাসের আহমেদ ও এফআইভিডিবির নির্বাহী পরিচালক জেহিন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২০০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।