ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

পঞ্চম দিনে গড়ালো পুঁজিবাজারে দরপতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
পঞ্চম দিনে গড়ালো পুঁজিবাজারে দরপতন

ঢাকা: কোনো ভাবেই পুঁজিবাজারে দরপতন থামছে না। আগের চারদিনের ন্যায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (০৬ নভেম্বর) দরপতন হয়েছে। ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির খাতের শেয়ারের দাম কমায় এদিনও সূচক, লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে টানা পাঁচ কার্যদিবস উভয় বাজারে দরপতন হলো।

তবে তার আগের গত সপ্তাহের সোম ও মঙ্গলবার সূচক বেড়েছিল। তারপর থেকে টানা পাঁচ কার্যদিবস উভয় বাজারে দরপতন হলো।



সোমবারের মতোই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দিনের লেনদেন শুরু হয়ে চলে সকাল পৌনে ১১টা পর্যন্ত। এরপর শেয়ার বিক্রি চাপে শুরু হয় সূচক পতন, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫২ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এখন ‘প্যানিক সেল’ করছেন। আর এ সময়ে আইসিবিসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেট সাপোর্ট দেওয়া কথা থাকলেও তারা দিচ্ছে না। ফলে দরপতন হচ্ছে।

ডিএসই’র তথ্যমতে, মঙ্গলবার এ বাজারে ১০ কোটি ৫১ লাখ ৪৩ হাজার ৩৩৬টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫৩৮ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ৩২ লাখ ৫ হাজার টাকা।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৫৮ পয়েন্ট কমে পাঁচ হাজার ২০৪ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৪ পয়েন্ট কমে অবস্থান নেয় এক হাজার ২০০ পয়েন্টে।

এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ৫ পয়েন্ট কমে হয়েছে এক হাজার ৮৪২ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২১৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে সিএসইতে সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৫৭টির এবং ৩২টি কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৫লাখ ১৪ হাজার ৮৭৫টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২০ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার টাকা।  
 
বাংলাদেশ সময়:  ১৮২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।