bangla news

ডিএসইএক্সে যুক্ত হলো বসুন্ধরা পেপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-০৮ ৯:০৮:২৯ পিএম
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড

বসুন্ধরা পেপার মিলস লিমিটেড

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে যুক্ত হয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড (বিপিএমএল)।

সোমবার (০৮ অক্টোবর) ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, কোম্পানিটি আগামী ২১ অক্টোবর থেকে ডিএসইএক্স সূচকে গণনা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই কর্তৃপক্ষ প্রত্যেক প্রান্তিকে ডিএসইএক্স সমন্বয় করে। এক্ষেত্রে সাধারণত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে বসুন্ধরা পেপার।

উল্লেখ্য, সূচক সমন্বয়ের জন্য নির্ধারিত সময়ে লেনদেন শুরু হওয়া কোম্পানিগুলোকে ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনায় নেওয়া হয়।

প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২শ’ কোটি টাকা উত্তোলন করা  বসুন্ধরা পেপারের লেনদেন শুরু হয় চলতি বছরের ২ জুলাই।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমএফআই/জেডএস

ক্লিক করুন, আরো পড়ুন :   শেয়ার বাজার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-08 21:08:29