ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কচুয়ায় ইসলামী ব্যাংকের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
কচুয়ায় ইসলামী ব্যাংকের যাত্রা শুরু বক্তব্য রাখছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান। ছবি/বাংলানিউজ

বাগেরহাট: এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রা শুরু করেছে ইসলামী ব্যাংক। 

বুধবার (১৯ সেপ্টম্বর) বিকেলে কচুয়া জিরো পয়েন্টের মীর মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের কচুয়া বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম।

ইসলামী ব্যাংকের খুলনা জোনের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফজলে সাঈদ ডাবলু, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বিআরডিবির চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঁইয়া, বিএম এজেন্ট ব্যাংকিং কচুয়া বাজার কেন্দ্রের সত্ত্বাধিকারী মো. মইনুল ইসলাম শিকদার ও ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখা ব্যবস্থাপক সাদেক আলী।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।