ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড বিমার চেক হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড বিমার চেক হস্তান্তর চেক হস্তান্তর অনুষ্ঠান

ঢাকা: সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী দু’জন গ্রাহকের পরিবারের কাছে ক্রেডিট কার্ড বিমার চেক হস্তান্তর করা হয়েছে। 

মৃত কাজী আশফাকুর রহমানের (এক্স ডিজিএম ও হেড অব কার্ড, পূবালী ব্যাংক লিমিটেড) স্ত্রী মিসেস কামরুন্নাহারকে আড়াই লাখ টাকা ও মৃত সালেহ আকবারের কন্যা মিস সুমাইয়া সালেহ ২ লাখ ৪২ হাজার টাকার মৃত্যু পরবর্তী বিমা দাবি পরিশোধ করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম (এফসিএমএ) ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার, মুহাম্মাদ জামাল এমএ নাসির।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মাদ আব্দুল জব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ গোলাম আওলিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ সামি করিম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, রিটেইল ব্যাংকিং ডিভিশন মোহাম্মাদ মামুন রশিদ, হেড অব কার্ড বিজনেস মোহাম্মাদ তারেক উদ্দিন, হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস মোহাম্মাদ কায়সার আলম মজুমদার, হেড অব এইচআর অপারেশনস এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কাজী মোহাম্মাদ মুহসিন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ও রোহান আহমেদ, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।