ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
লক্ষ্মীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু চাল বিক্রি শুরু। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর জেলায় কার্ডধারী প্রায় ৪৮ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলী।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় জেলার ৪৭ হাজার ৭৪৪ কার্ডধারী হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল পাবে। এরমধ্যে সদর উপজেলায় ৯ হাজার ৫৪৯, রায়পুরে ৫ হাজার ১২৬, রামগঞ্জে ৭ হাজার ৭৫, রামগতিতে ১৯ হাজার ৫৮৩ এবং কমলনগরে ৬ হাজার ৪১১ টি পরিবার রয়েছে। মোট ১১১ জন ডিলারের মাধ্যমে জেলার নির্ধারিত স্থানে এ চাল বিক্রি করা হবে।

কার্ডধারী একটি পরিবার মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবে। এবার জেলায় ১ হাজার ৪৩২ মেট্রিক টন ৩২০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিবছর মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১০ টাকা মূল্যের এ চাল কিনতে পারবে কার্ডধারীরা।

এ সময় উপস্থিত ছিলেন, মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক সাহেদ উদ্দিন আহম্মদ, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, খাদ্য পরিদর্শক তানিয়া সুলতানা, ইউপি সচিব মনোয়ার হোসেন, ইউপি সদস্য ইসমাইল হোসেন ও মান্দারী ইউনিয়নের ডিলার ছালেহ আহম্মদ রাব্বি প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলী বলেন, সরকার এসব কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক পরিবর্তনে বিভিন্ন ধরনের ভাতা চালু করা হয়েছে। সরকারের দেওয়া এসব সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সক্ষমতা অর্জন করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।