ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

চীনা মালিকানায় ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
চীনা মালিকানায় ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের শেষ কার্যদিবস দেশের পুঁজিবাজারে গত দিনের (৫ সেপ্টেম্বর) মতোই সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

নতুন মাসের প্রথম সপ্তাহের শেষে বৃহস্পতিবার (৬ সেপ্টম্বর) সূচক ওঠা-নামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে দিনভর। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪০ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ সেপ্টম্বর (মঙ্গলবার) ডিএসইর শেয়ার হস্তান্তরের পর বুধ ও বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে। এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

পাশাপাশি প্রকৌশল বস্ত্র এবং বিমা খাতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। ফলে এসব কোম্পানির সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও শেয়ারের দাম। তবে এর আগে টানা চার কার্যদিবস দরপতন ঘটে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা কনসোটিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকায় আসার পর থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার এ বাজারে ২০ কোটি ১ লাখ ৫ হাজার ৫১৭টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮১৭ কোটি ২৪ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয় ৮১১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকা। তার আগের দিন (৪ সেপ্টেম্বর) লেনদেন হয় ৭১৬ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ১ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস-৩০ ইনডেক্স ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার।

অপর বাজার সিএসইতে সার্বিক সূচক ৪০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে।

বাজারটিতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার।

লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয় ৩৩ কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা। তার আগের দিন (৪ সেপ্টেম্বর) লেনদেন হয় ২৬ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এমআই/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।