ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

ডিএসই’র পরিচালক হলেন চীনের শিয়ে ওয়েনহাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
ডিএসই’র পরিচালক হলেন চীনের শিয়ে ওয়েনহাই

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারীদের পক্ষ থেকে ডিএসই’র পরিচালক হয়েছেন শেনজেন স্টক এক্সচেঞ্জের আইটি ম্যানেজমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল জি ওয়েনহাই।

ডিমিউচ্যুয়ালাইজেশন এক্সচেঞ্জ রুলস অনুসারে চীনা দুই স্টক এক্সচেঞ্জের মনোনীত ওয়েনহাই ডিএসইর পরিচালক হলেন। তিনি হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে ২০০৪ সালে এমবিএ পাস করেন।

১৯৯০ সালে শেনজেন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন তিনি।

গত ১৪ মে ৯৪৬ কোটি ৯৮ লাখ ২৬ হাজার ৬৪৫ টাকার বিনিময়ে ডিএসইর ২৫ শতাংশ শেয়ার কিনে নেয় চীনের দুই পুঁজিবাজার সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জ। সোমবার সেই অর্থ বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে নন-রেসিডেন্ট ইনভেস্টরস অ্যাকাউন্টের (নিটা) মাধ্যমে ডিএসইর সিটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়েছে চীনা কনসোর্টিয়াম।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।