bangla news

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৭-০৩ ৬:২৬:৩৯ এএম
ডিএসই-সিএসই লোগো

ডিএসই-সিএসই লোগো

ঢাকা: ফের দরপতনের বৃত্তে আটকা পড়েছে দেশের পুঁজিবাজার। এর ফলে ২০১৮-১৯ অর্থবছরের প্রথম কার্যদিবস সোমবার (০২ জুলাই) মতই দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০৩ জুলাই) বড় ধরনের দরপতনের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনের লেনদেন শুরু হয়ে চলে সোয়া ১১টা পর্যন্ত। এসময় সূচক বাড়ে ৩৩ পয়েন্ট। এরপর শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। যা অব্যাহত ছিলো লেনদেনের বাকি সময় পর্যন্ত।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৪৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৪ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

এর ফলে বুধবার সূচক বৃদ্ধির পর টানা তিন কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জুন), সোমবার ও মঙ্গলবার  দেশের পুঁজিবাজারে দরপতন হলো।

ডিএসই’র তথ্য মতে, মঙ্গলবার ১২ কোটি ৮৪ লাখ ৬৫ হাজার ৫৯১টি সিকিউরিটিজের হাত বদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৮৮ লাখ ৭৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৭৮৪ কোটি ৭৫ লাখ ৩ হাজার টাকার।

ডিএসই’র তিন সূচকের মধ্যে প্রধান সূচক (ব্রড ইনডেক্স) আগের দিনের চেয়ে ৪৯ দশমিক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি ডিএস-৩০ মূল্য সূচক ২১ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৪ পয়েন্টে এবং শরিয়াহ্ সূচক ১১ দশমিক ২৪ পয়েন্ট কমে ১ হাজার ২৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

এদিকে সিএসই’র সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮২৩ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৫কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকার।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

বাংলাদেশ সময়:  ১৬২৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এমএফআই/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   শেয়ার বাজার
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-07-03 06:26:39