ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

সূচক উত্থানে ঈদের আগের পুঁজিবাজারের লেনদেন শেষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ১২, ২০১৮
সূচক উত্থানে ঈদের আগের পুঁজিবাজারের লেনদেন শেষ

ঢাকা: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ঈদুল আযহার শেষ কার্যদিবস মঙ্গলবার (১২ জুন) দেশের পুঁজিবাজারের লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

সূচকের তেজিভাবের মধ্য দিয়ে এদিন ডিএসইতে দিনের লেনদেন শুরু হয়। আইসিবিসহ সরকারি ও বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে এ ধারা অব্যাহত ছিলো দুপুর পৌনে ১২টা পর্যন্ত।

তবে দিনের বাকি লেনদেন হয় সূচকের ওঠানামার মধ্য দিয়ে।  

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬৫ পয়েন্ট।

এদিন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম বাড়ায় টানা তিন কার্যদিবস পর বড় ধরনের সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন হয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্যমতে, এদিন ৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৪৫০ কোটি ৭১ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৪০৭ কোটি ৭২ লাখ ৯৮ হাজার টাকা।

ডিএসইর তিন সূচকের মধ্যে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর প্রধান সূচক পাশাপাশি ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ৯ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসই-তে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৮০ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছিলো ১০ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকা।

এ বাজারে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।