ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বাজেট

ওষুধের কাঁচামালসহ রোগের প্রতিষেধকের করে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ৭, ২০১৮
ওষুধের কাঁচামালসহ রোগের প্রতিষেধকের করে অব্যাহতি ...

ঢাকা: নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ক্যান্সার ও কিডনি জাতীয় রোগের প্রতিষেধক হিসেবে এরাইথ্রোপোইটিন (Erythropoietin) নামীয় ওষুধের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন করে (মূসক) অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী এ সুপারিশ করেন। এছাড়া ওষুধ শিল্পে ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে বর্তমানের সামগ্রিক করের প্রায় অর্ধেক কমানোর প্রস্তাবও রেখেছেন তিনি।


 
মুহিত বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে বিশ্বমানে পৌঁছে গেছে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। প্রচুর সম্ভাবনাময় এই খাতকে আরও বিকশিত করার জন্য এই শিল্পে ব্যবহৃত বেশ কিছু কাঁচামালে শুল্ক রেয়াত সুবিধা দেওয়ার প্রস্তাব করছি। এখানে উল্লেখ্য, এসব কাঁচামালের মধ্যে ক্যান্সার প্রতিরোধক ওষুধের কাঁচামালও অন্তর্ভুক্ত রয়েছে। ওষুধের বেশ কিছু সক্রিয় কাঁচামাল (অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্ট, এপিআই) বর্তমানে দেশে উৎপাদিত হচ্ছে। এপিআই উৎপাদনে প্রয়োজনীয় রাসায়নিক উপকরণে শুল্ক রেয়াত সুবিধা প্রদানের প্রস্তাব করছি।
 
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।