ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাজেট

কমবে রডের দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুন ৭, ২০১৮
কমবে রডের দাম

ঢাকা: ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রডের উৎপাদন ব্যয় কমাতে কাঁচামালের ফেরো এ্যালয়ের রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে রডের দাম কমবে।

বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট পেশ করেন।

তিনি বলেন, লৌহ ও ইস্পাত শিল্পে বিগত বছরগুলোতে আমদানির পরিমাণ ও রাজস্ব হ্রাস পেয়েছে।

একইসঙ্গে স্থানীয় বাজারে তৈরি রডের দাম বাড়ে। রডের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে এর কাঁচামাল ফেরো এ্যালয়ের রেগুলেটরি ডিউটি ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা এবং স্পঞ্জ আয়রন আমদানিতে স্পেসিফিক কাস্টমস ডিউটি প্রতি মেট্রিক টনে ১ হাজার টাকা থেকে কমিয়ে ৮শ’ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।
 
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এমএফআই/ ইইউডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।