ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নভেম্বর থেকে বিশেষ ফান্ড থেকে বিনিয়োগ শুরু: বিএবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১
নভেম্বর থেকে বিশেষ ফান্ড থেকে বিনিয়োগ শুরু: বিএবির

ঢাকা: নভেম্বর মাসের মধ্যে ‘পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল (এসএমএসএফ)’ থেকে বিনিয়োগের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।



বিএবির চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘এসএমএসএফ একটি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। শুরুতে আমরা কমপক্ষে এক হাজার কোটি টাকা দিয়ে শুরু করবো। পর্যায়ক্রমে ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। ’

তিনি আরও বলেন, শিগগিরই আমরা একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের জন্য এসইসিতে আবেদন করব। কেননা বর্তমানে যে কোম্পানিগুলো রয়েছে তাদের এত বড় তহবিল ব্যবস্থাপনা করার অভিজ্ঞতা নেই। একই সঙ্গে ফান্ডের গঠনের ব্যাপারেও আবেদন করা হবে। এসইসির পক্ষ থেকে বিষয়গুলো দ্রুত অনুমোদন দেওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। ’

নজরুল ইসলাম বলেন, ‘সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনসহ প্রাথমিক কাজ সম্পন্ন করতে চার সপ্তাহের মত সময় লেগে যাবে। সুতরাং নভেম্বরের মধ্যে ওই তহবিল থেকে শেয়ারবাজারে বিনিয়োগ শুরু করা যাবে। ’

এদিকে ব্যাংকগুলো তাদের দায়ের ১০ শতাংশ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ অব্যাহত রেখেছে বলে দাবি করেন বিএবির চেয়ারম্যান।

তিনি বলেন, ‘আমার জানা মতে ব্যাংকগুলো তাদের বিনিয়োগ অব্যাহত রেখেছে। তবে ধীরে ধীরে এটা করা হচ্ছে। কেননা একসঙ্গে বড় ধরনের বিনিয়োগ শুরু করলে তা বাজারের জন্য বিরূপ প্রভাব পড়তে পারে। ’

এ ছাড়া ব্যাংকগুলোর কাছে প্রায় ৪৫ হাজার কোটি টাকা মজুদ রয়েছে বলে জানান তিনি।

আর বিশেষ তহবিলের ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘এটা অতিরিক্ত একটি ফান্ড। ব্যাংকগুলোর নিজস্ব ফান্ড থেকে এই ফান্ডটি গঠন করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।