ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সূচকের উঠানামায় শেয়ারবাজার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১১
সূচকের উঠানামায় শেয়ারবাজার শুরু

ঢাকা : গত দুই কার্যদিবস উর্ধ্বমুখী থাকার পর তৃতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতেই ঢাকার পুঁজিবাজার সূচকের উঠা-নামার মধ্য দিয়ে শুরু হয়েছে চলছে। তবে সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়।



লেনদেন শুরু হওয়ার প্রথম আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৫ পয়েন্ট কমে ৫৬২৮-এ গিয়ে দাঁড়ায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টা ৩৭ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে ৪০টির দাম বেড়েছে, ১৪৪টির দাম কমেছে ও দাম অপরিবর্তিত রয়েছে ১৬টির। এ সময়ে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৮৭ কোটি ৫৪ লাখ টাকা।

এখন পর্যন্ত লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে মধ্যে রয়েছে: সিটি ব্যাংক, ইউসিবিএল, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, গ্রামীণ ফোন ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১২২০ ঘন্টা, অক্টোবর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।