ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চরম দরিদ্রদের ঋণ দিয়ে রক্ষা করা যায় না: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
চরম দরিদ্রদের ঋণ দিয়ে রক্ষা করা যায় না: অর্থমন্ত্রী

ঢাকা : চরম দরিদ্রদের ঋণ প্রদানের পরিবর্তে সম্পদ হস্তান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, ‘অভিজ্ঞতায় দেখা গেছে, চরম দরিদ্রদের ঋণ দিয়ে রক্ষা করা যায় না।



রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে দারিদ্র বিমোচন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে ৩০ শতাংশ লোক দারিদ্র সীমার নীচে বাস করে। আর চরম দরিদ্রের হার হচ্ছে সাড়ে ১৭ শতাংশ। ’

চরম দরিদ্রদের ঋণ প্রদানের পরিবর্তে গরু, ছাগল কিংবা রিকশা ইত্যাদি দেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র বিমোচন। চরম দরিদ্রদের জন্য সরকারের খুব বেশি কর্মসূচি নেই। কেবল বয়স্ক ভাতা ও পেনশনের মাধ্যমেই এরা উপকৃত হয়ে থাকে। ’

দারিদ্র নিরসনে ব্র্যাকের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।