ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্বার্থ অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে টিইসিএফ চুক্তি:অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
স্বার্থ অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে টিইসিএফ চুক্তি:অর্থমন্ত্রী

ঢাকা: দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রেড অ্যান্ড ইকোনোনমিক কো-অপারেশন ফোরাম (টিইসিএফ) চুক্তি হচ্ছে বলে মন্তব্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



অর্থমন্ত্রী বলেন, এ পর্যন্ত বিশ্বের প্রায় ৫০টি দেশ এ চুক্তি করেছে। সকলেই নিজ নিজ
দেশের স্বার্থ বজায় রেখেই চুক্তি করেছে।

তিনি আরও বলেন, এছাড়া তাড়াহুড়ো করে এ চুক্তি করা হচ্ছে না। দীর্ঘ প্রায় দশ
বছর ধরে এর প্রক্রিয়া ও এ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের
পক্ষ থেকে এর একটি খসড়া তৈরি করা হয়েছে।

বিষয়টি চূড়ান্ত করার জন্য আগামী সপ্তাহেই ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভদের ঢাকায় আমন্ত্রণ জানানো হবে বলে জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময় : ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।