ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন সরকারের বিবেচনাধীন: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
পদ্মা সেতুর বিকল্প অর্থায়ন সরকারের বিবেচনাধীন: অর্থমন্ত্রী

ঢাকা : পদ্মা সেতুতে বিকল্প অর্থায়নের বিষয়টি সরকার বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।

রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।



তবে বিকল্প অর্থায়নের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, যে কোনও বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেই বিকল্প অর্থায়নের বিষয়টি সরকারের মাথায় থাকে। কিন্তু তাই বলে এটা সংবাদ মাধ্যমে প্রকাশ করার কোনও কারণ নেই।

তবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন সংক্রান্ত জটিলতার সমাধান হয়ে যাবে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও জানান, সমস্যার সমাধান হবে বলেই ইতোমধ্যে এডিবি ও জাইকা তাদের ঋণের কার্যকারিতার সময়সীমা আগামী জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

এ সময়ের মধ্যে বিষয়টির সমাধান হয়ে যাবে বলে তারাও মনে করছেন।   

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।