ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল কাস্টমসে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
বেনাপোল কাস্টমসে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত বেনাপোল কাস্টমসে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত

বেনাপোল (যশোর): পহেলা বৈশাখ উপলক্ষে বন্দরনগরী বেনাপোলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে বৈশাখ উৎসব ও রাজস্ব হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ এপ্রিল) দুপুরে বেনাপোল কাস্টমস হাউজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত কমিশনার জাকির হোসেন, ডেপুটি কমিশনার শাকিলা পরভিন, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি সামসুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা প্রমুখ।

 

সভায় সরকারের রাজস্ব আদায়ে সতস্ফুর্তভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। আর বাণিজ্যকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন কাস্টমস কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
জেডএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।