ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইমাম বাটন কোনো লভ্যাংশ দেয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল খাতের ইমাম বাটন ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি।

তবে কোম্পানিটি শেয়ারের ফেইস ভেল্যু ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা করার ঘোষণা দিয়েছে।

এতে প্রতি লট ৫০ থেকে ৫০০-এ উন্নীত হবে।

জানানো হয়, আগামী ২৪ নভেম্বর প্রতিষ্ঠানটির ইজিএম ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের ফৌজদারহাটের নিজস্ব ফ্যাক্টরিতে সকাল ১০ টায় ইজিএম ও সাড়ে ১০টায় এজিএম শুরু হবে।

ইজিএম ও এজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ নভেম্বর।

এছাড়া, সমাপ্ত বছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৭ দশমিক ৩৯ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৫৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।