ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
লেনদেন ৬শ’ কোটি টাকা ছাড়ালো

ঢাকা: দিনভর ওঠা-নামার মধ্যে শেয়ারবাজারের লেনদেন চললেও সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার শেষ মুহূর্তে সূচক সারা দিনের তুলনায় বেশ খানিকটা কমেছে। তবে সূচক বৃদ্ধি দিয়েই শেষ হয়েছে লেনদেন।

এর পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের তুলনায় ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৫৪ পয়েন্টে।

এদিকে গত দিনের তুলনায় ২০০ কোটি টাকারও বেশি লেনদেন বেড়েছে। এদিন সর্বমোট লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ৬১৬ কোটি টাকা।

এদিকে, লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১৭টির ও অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

লেনদেনে (টাকায়) গ্রামীণ ফোন শীর্ষে ছিল শেষ পর্যন্ত। প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি টাকারও বেশি।

এছাড়া গত দিনের তুলনায় শেয়ারটির দাম ১০ টাকারও বেশি বেড়ে দাম দাঁড়িয়েছে ১৫৫ দশমিক ৬০ টাকা।

এছাড়াও লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে এনবিএল, ইউসিবিএল, এসআইবিএল, বেক্সিমকো, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, তিতাস গ্যাস, সাউথ ইস্ট ব্যাংক ও বেক্সিমকো ফার্মা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad