ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজার সমস্যার শান্তিপূর্ণ সুরাহার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

ঢাকা: অর্থনীতি ও শেয়ারবাজার সংক্রান্ত বিষয়সমূহ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আমরণ অনশনরত বিনিয়োগকারীদের কর্মসূচির প্রতি সংহতি প্রকাশকালে তিনি এ কথা বলেন।



এ সময় তিনি বিনিয়োগকারীদেরকে অনশন ভাঙারও অনুরোধ করেন।

শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সমস্যাটির সঙ্গে দেশের ২ কোটি মানুষ জড়িত উল্লেখ করে
আবুল মকসুদ বলেন, ‘বল প্রয়োগ করে অর্থনৈতিক সমস্যা সমাধান করা যায় না। ’

এ অবস্থায় পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী সাধারণ বিনিয়োগকারীদের দুর্দশার কথা ভেবে এগিয়ে আসবেন।

একইসঙ্গে বিনিয়োগকারীদের আহ্বানে প্রধানমন্ত্রী সাড়া না দেওয়ায় তিনি এর নিন্দা জানান।

 অনশনকারীদের পুলিশ দিয়ে ডিএসই চত্বর থেকে সরিয়ে দেওয়ার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘অনশন কর্মসূচিকে অহিংস আন্দোলন। ’

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।