bangla news

মঙ্গলবার থেকে চার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-১০-১৭ ৫:৪৫:৫০ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের শেয়ার ১৮ অক্টোবর মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের শেয়ার ১৮ অক্টোবর মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।

সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হলো, ফুওয়াং সিরামিকস, রিপাবলিক ইন্সুরেন্স, পাওয়ার গ্রিড এবং ফেস সিমেন্ট

২০ অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে এসব কোম্পানির শেয়ার লেনদেন করা যাবে।

রেকর্ড ডেটের কারণে আগামী ২৩ অক্টোবর এসব কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

অন্যদিকে ওয়ান ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স ও স্কায়ার ফার্মা কোম্পানির শেয়ার ১০০ টাকা থেকে ১০ টাকা করার ঘোষণা দিয়েছে।

এজন্য ২০ নভেম্বর ওয়ান ব্যাংকে, ১৭ নভেম্বর ইসলামী ইন্স্যুরেন্স ও ১৬ নভেম্বর স্কয়ার ফার্মার বিশেষ সাধারণসভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-10-17 05:45:50