ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ অক্টোবর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩০ পয়েন্ট।

এর ফলে তিন কার্যদিবস পর টানা দুই কার্যদিবস স‍ূচক বাড়লো। এদিন সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম, বাজার মূলধন ও লেনদেন।

সোমবার ডিএসই ও ডিএসই ব্রোকাস অ্যাসোসিয়েশন (ডিবিএ) বাজার নিয়ে বিশেষ বৈঠকের পর মঙ্গলবার প্রকৌশল, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, ওষুধ ও রসায়ন এবং বস্ত্রখাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে। তবে কমেছে ব্যাংক খাতের শেয়ারের দাম।

বৈঠকে পরপর তিন কার্যদিবস দরপতনের কারণ খুঁজে বের করেন সংশ্লিষ্টরা। এরপর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার ব্রোকারেজ হাউজগুলো শেয়ার কিনে মার্কেট সাপোর্ট দেয়। ফলে ডিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইতে ১৬ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭১৪টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেন দাঁড়িয়েছে ৬১৫ কোটি ৬৮ লাখ ২৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫২ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬২০ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকা। তারও আগের দিন লেনদেন হয়েছিলো ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা।

তিন সূচকে পথচলা ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে প্রধান সূচক বাড়লেও ডিএস-৩০ মূল্যসূচক ৭ দশমিক ২৩ পয়েন্ট কমে ২ হাজার ১৪১ পয়েন্ট এবং ডিএসইএক্স শরীয়াহ্ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
 
এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩০ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩১৬ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ ল‍াখ ৮৬ হাজার ৩৫৭ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৮০৬ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩৭ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা।  

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
 
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।