ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চলতি সপ্তাহে লেনদেন কমলেও বেড়েছে বাজার মূলধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

ঢাকা: চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা। একইসঙ্গে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক।



সপ্তাহের অধিকাংশ দিন বীমা খাতে ছিল চাঙ্গাভাব। আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের শেয়ারের দামও বেড়েছে। তবে সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ব্যাংকিং খাতের প্রায় সব শেয়ারের দর বেড়েছে।

এই সপ্তাহে প্রথমবারের মতো ডিএসইর বাজার মূলধন তিন লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার ডিএসইর বাজার মূলধন ছিল দুই লাখ ৯৭ হাজার ২শ’ ১২ কোটি টাকা। অন্যদিকে চলতি সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন তিন লাখ এক হাজার ৪শ’২৯ কোটি টাকায় উন্নীত হয়। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে চার হাজার ২শ’ ২৭ কোটি টাকা।
 
সপ্তাহের চার কার্যদিবসে (১৬-১৯ আগস্ট) ডিএসইতে সাত হাজার ৪শ’ ৪৪ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৮শ’ ৬১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৯শ’ ১৪ টাকা।
 
অন্যদিকে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে (৮-১৪ আগস্ট) ডিএসইতে নয় হাজার ৯শ’ ৪৪ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওই সময়ে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল এক হাজার ৯শ’ ৮৮ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার ৫শ’ ৬২ টাকা। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন কমেছে প্রায় একশ ২৭ কোটি টাকা।

তবে গড় লেনদেন কমলেও বাজার মূলধন ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। বেড়েছে সাধারণ সূচক।

গত সপ্তাহের শেষ কার্যদিবসে (১৪ আগস্ট) ডিএসইর সাধারণ মূল্যসূচক ছিল ৬৬৭২.৯৭ পয়েন্ট। চলতি সপ্তাহের শেষ কার্যদিবস (১৯ আগস্ট) সাধারণ সূচক বেড়ে দাঁড়ায় ৬৭৪৩.২১ পয়েন্ট। এক সপ্তাহের ব্যবধানে ডিএসএইতে সাধারণ সূচক বেড়েছে ৭০.২৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।