ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জে শিগগিরই আরেকটি সার কারখানা: শিল্পমন্ত্রী

আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০
আশুগঞ্জে শিগগিরই আরেকটি সার কারখানা: শিল্পমন্ত্রী

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া): আশুগঞ্জে শিগগিরই আরও একটি সার কারখানা করা হবে। এর নাম হবে আশুগঞ্জ সার কারখানা-২।

এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাজ চলছে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরির্দশনকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকারের পিপিপি প্রকল্পের অধীনে এ সার কারখানা করা হবে। ’

এছাড়া আশুগঞ্জে একটি পেট্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান মন্ত্রী।

দিলীপ বড়ুয়া আরও বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় আশুগঞ্জে একটি ইকোনোমিক জোন করার জন্য সরকার পরিকল্পনা নিচ্ছে। ’

দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে দাবি করে তিনি বলেন, ‘চলতি মৌসুমে সার সংকটের কোনো আশঙ্কা নেই। ’

এর আগে দিলীপ বড়ুয়া রেস্ট হাউজ মিলনায়তনে কারখানার কর্মকর্তাদের নিয়ে আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বিসিআইসির চেয়ারম্যান মাসুদ সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।