ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর সিইও সতিপতী মৈত্র’র পদত্যাগ পত্র গ্রহণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১
ডিএসইর সিইও সতিপতী মৈত্র’র পদত্যাগ পত্র গ্রহণ

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) সতিপতী মৈত্র এর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গত ১ ডিসেম্বর ডিএসই’র পরিচালনা পর্ষদের কাছে এ পদত্যাগ পত্র পেশ করেছিলেন।



এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ডিএসই’র পরিচালনা পর্ষদের বোর্ড মিনিংয়ে তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএসই’র পরিচালনা পর্ষদের সদস্য আব্দুর রশীদ লালী বাংলানিউজকে বলেন, অনেক আগেই তিনি (সতিপতি মৈত্র) ব্যক্তিগত কারণ দেখিয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগ পত্র প্রদান করেন। আজকের বোর্ড সভায় তার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে।

তার পরির্বতে ডিএসই’র কর্মকর্তা মেজর (অব) জহুরুল হোসেন আপাতত দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা ০৮ সেপ্টম্বার ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।