ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এসইসির ৫৯ শতাংশ আইন মানা হচ্ছে না: জিসিআর রিপোর্টে তথ্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১
এসইসির ৫৯ শতাংশ আইন মানা হচ্ছে না: জিসিআর রিপোর্টে তথ্য

ঢাকা: সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) কোনো কার্যকর আইন ও নীতিমালা নেই। যেসব নীতিমালা রয়েছে, তা প্রয়োগেও স্বচ্ছতা নেই।

এসইসির আইন ও বিধিমালার ৫৯ শতাংশ মানা হচ্ছে না।
     
গ্লোবাল কমিপিটিটিভনেস রিপোর্ট ২০১১-১২ এ তথ্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার সিপিডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ রিপোর্ট প্রকাশ করা হয়।

শেয়ারবাজারের কার্যক্রম মনিটরিংয়ে এসইসির দুর্বলতা রয়েছে। সেই সঙ্গে তুলনামূলকভাবে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায়ও কার্যকর কোনো আইন নেই। এতে আরো বলা হয়, দুর্বল অডিট রিপোর্ট, এসইসির অভ্যন্তরে প্রভাবশলীদের অযাচিত চাপেও এসইসি জর্জরিত।
 
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।