ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শিলচরে ব্যবসায়ীদের অফিস স্থাপনের আহ্বান জানালো ইন্দো-বাংলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১

ঢাকা: বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের শিলচরে অফিস স্থানের আহ্বান জানিয়েছে ভারতের বেসরকারি সংস্থা ইন্দো-বাংলা।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইন্দো-বাংলার মুখপাত্র শুভদীপ দত্ত এ আহ্বান জানান।

এ সময় ইন্দো-বাংলার অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুভদীপ দত্ত বলেন, ‘উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের ২০ কোটি ভোক্তার বাজারের জন্য বাংলাদেশের শিল্প-কারখানাগুলোর বিপণন বিভাগের অফিস, কারখানা, ওয়্যার হাউস স্থাপনের সবচেয়ে উপযোগী স্থান শিলচর। ’
 
এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সমতল রাস্তা দিয়ে ঢাকা থেকে রেল বা সড়ক পথে সাত ঘণ্টায় শিলচরে পৌঁছা সম্ভব। নতুন করে কোনো অবকাঠামো উন্নয়নের প্রয়োজন নেই। এছাড়া নদীপথ ব্যবহারেরও সুযোগ রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘শিলচর উত্তর-পূর্ব ভারতের প্রদেশগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত। মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল এবং আসাম প্রদেশের রাজধানীগুলোর দুরুত্ব গড়ে ৩৫০ কিলোমিটার। এ সাতটি রাজ্যের সড়কগুলো এক শহরের ওপর দিয়ে গেছে এবং যোগাযোগের ক্ষেত্রে ভারতের ইস্ট-ওয়েস্ট করিডোর ও প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সঙ্গে শহরটি যুক্ত। ’

প্রয়োজন হলে অফিস, কারখানা, ওয়্যার হাউস স্থাপের জন্য ইন্দো-বাংলা মৈত্রী সহযোগিতা করবে জানিয়ে শুভদীপ দত্ত বলেন, ‘শিলচরের ভৈাগলিক অবস্থানের গুরুত্ব ব্যবহার করা হলে ভারত-বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি কমানো সম্ভব এবং ব্যবসায়িক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।