ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিমান নিয়ে শঙ্কিত সংসদীয় কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১
বিমান নিয়ে শঙ্কিত সংসদীয় কমিটি

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভবিষ্যত নিয়ে শঙ্কিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

ভবিষ্যতে বিমান কর্তৃপক্ষ উড়োজাহাজ পরিচালনা করতে পারবে কি-না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কমিটি।



বিমান কর্তৃপক্ষ মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছে বলেও কমিটি অভিযোগ করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৮তম বৈঠকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স নিয়ে আলোচনার সময় এ কথা উঠে আসে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিমানমন্ত্রী জিএম কাদের, মইনুদ্দীন খান বাদল, মো. ফরিদুল হক খান, সৈয়দ মহসীন আলী, শফিকুর রহমান চৌধুরী ও শেফালী মমতাজ অংশ নেন।

এছাড়া বিমান, পর্যটন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ৭৭৭-৪০০ উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কমিটি। বিমানমন্ত্রী জিএম কাদেরও মনে করেন, এক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে।

লিজ নেওয়ার এই প্রক্রিয়া খতিয়ে দেখতে মো. মুজিবুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-শফিকুর রহমান ও সৈয়দ মহসীন আলী।

একই বিষয়ে মন্ত্রণালয়কেও একটি তদন্ত কমিটি গঠন করার সুপারিশ করা হয়েছে।

কাবো, এয়ার আটলান্টা ও এভিকো’র উড়োজাহাজ লিজ নেওয়ার যাবতীয় দলিল আগামী ৫ কার্যদিবসের মধ্যে কমিটি বরাবর উপস্থাপন করতে বিমান কর্তৃপক্ষকে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরেও মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। বিমানের পরিচালনা বোর্ড ভুলে গিয়েছে এটি পাবলিক প্রতিষ্ঠান। ’

বিমান কর্তৃপক্ষ ইচ্ছমতো সিদ্ধান্ত নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিমান লিজ নেওয়ায় অনিয়ম হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই অনিয়ম খতিয়ে দেখতেই সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়কেও একটি তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে। ’

কমিটির সদস্য মইনুদ্দীন খান বাদল বলেন, ‘বিমান লিমিটেড কোম্পানি হলেও এটি জনগণের প্রতিষ্ঠান। সে কারণে মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে না। ’

বাদল বলেন, ‘যেসব সিদ্ধান্ত তারা নিচ্ছে তাতে বিমান ভবিষ্যতে চলবে কি-না তাতে সন্দেহ আছে। ’

উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে বাদল বলেন, ‘বিমান নিজে বলেছে এয়ার আটলান্টার খরচ ও বয়স দুটোই বেশি। তারপরও বেশি খরচের এয়ার আটলান্টার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছে তারা। ’

তিনি বলেন, ‘এজন্য কমিটি মনে করছে এই লিজ নেওয়ার প্রক্রিয়ায় কোনও অনিয়ম হয়েছে। এটিই খতিয়ে দেখতে বলা হয়েছে। ’

কাবো’র বিমান লিজ নেওয়ার বিষয়ে বাদল বলেন, ‘পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে সংসদীয় কমিটি কাবোর বিমান লিজ নেওয়ার জন্য তদবির করেছে। এ কথা ঠিক নয়। কমিটি কোনও তদবির করেনি। কমিটি বলেছে যে উড়োজাহাজ লিজ নিলে খরচ কম হয় এবং যার বয়স কম সেটি নিতে। ’

তিনি বলেন, ‘খরচ বেশি এবং বয়স বেশি এমন এয়ারক্রাফট কেন লিজ নেওয়ার জন্য বলবো। একদিকে বিমান তার কর্মচারীদের বেতন ঠিকমতো দিতে পারছে না আর অন্যদিকে বেশি খরচের দুর্বৃত্ত সিদ্ধান্ত নিচ্ছে। ’

কাবোর উড়োজাহাজ লিজ নেওয়ার জন্য বিমানের চেয়ারম্যান সবচেয়ে বেশি তদবির করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ কাবোর জন্য বিমানের চেয়ারম্যান মন্ত্রীর সঙ্গেও বিতর্ক করেছেন। ’

জাসদের এই সংসদ সদস্য বলেন, ‘বিমান কখনও একবারে টেন্ডার করতে পারে না। কাবো ও এয়ার আটলান্টা প্রথমে যে শর্তে দরপত্র দিয়েছিলো সেই শর্ত পূরণ করতে পারেনি। পরে আবার পুনঃটেন্ডার করতে হয়েছে। ’

বাদল বলেন, ‘বিমান কর্তৃপক্ষকে কমিটি ওই তিন প্রতিষ্ঠানের মূল কাগজ-পত্র দেওয়ার জন্য বলেছে। ’

বৈঠকের পর বিমানমন্ত্রী জিএম কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘মন্ত্রণালয়ও মনে করছে উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হতে পারে। ’

বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে বাদল আরও বলেন, ‘মহাহিসাব নিরীক্ষকের আপত্তির পরও ওমান জিএসএ’র  (জেনারেল সেলস এজেন্ট) ক্ষেত্রে কেন ৩২ বছরের পুরনো এজেন্টকে বহাল রেখেছে তা জানতে চেয়েছে কমিটি। ’

ওমানে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের রাষ্ট্রদূতও এ এজেন্টের বিষয়ে আপত্তি জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত আপত্তির পরও মন্ত্রণালয়ের সচিব আজ জানিয়েছেন আলাপ-আলোচনা করে একই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আরও ৩ বছর বাড়ানো হয়েছে। ’

বাদল বলেন, ‘মন্ত্রী যেখানে ওই প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক থাকতে বলেছিলেন তারপরও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা প্রশ্নবিদ্ধ। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।