ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মিউচুয়াল ফান্ডের নীতিমালার সংশোধনীর উপর মতামত চেয়েছে এসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১১
মিউচুয়াল ফান্ডের নীতিমালার সংশোধনীর উপর মতামত চেয়েছে এসইসি

ঢাকা: মিউচুয়াল ফান্ডের নীতিমালা সংশোধনীর উপর মতামত ও পরামর্শ চেয়ে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

গত ২৯ আগস্ট এসইসি পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রজ্ঞাপন জারি করেন।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, মিউচুয়াল ফান্ডের নীতিমালা সংশোধনীর উপর মতামত ও পরার্মশ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ হওয়ার পর দুই সপ্তাহের মধ্যে পরামর্শ জানানোর জন্য আহ্বান করা হয়।

এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনর স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে মিউচুয়াল ফান্ডের প্রস্তাবিত সংশোধনী বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫নং আইন) এর ধারা ২৪ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০১১ প্রস্তাবিত নীতিমালা করা হয়।


বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।