ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেন শাখা মঙ্গলবার খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

ঢাকা: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দরস্থ বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখাগুলো আগামী ৩০ আগস্ট মঙ্গলবার খোলা থাকবে।

ঈদের ছুটির আগে ও পরে সরকারি এবং সাপ্তাহিক ছুটি থাকায় বৈদেশিক বাণিজ্য লেনদেনে বিঘœ সৃষ্টি হতে পারে বিধায় বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।



প্রসঙ্গত ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়, ইতোপূর্বে জারিকৃত ডস সার্কুলার ১৮ মোতাবেক দেশের বৈদেশিক বাণিজ্যের লেনদেনের সুবিধার্থে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিমান, সমুদ্র/নৌ ও স্থল বন্দরস্থ বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা শুক্র ও শনিবার খোলা রাখার বিধান রাখা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানে অবস্থিত আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট অন্যান্য অথোরাইজড ডিলার শাখাগুলোর মধ্যে যে সব শাখা খোলা রাখা প্রয়োজন সেসব শাখা ব্যাংকগুলো স্বীয় বিবেচনায় শনিবার খোলা রাখতে পারে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad