ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা বিজিএমইএর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা বিজিএমইএর

ঢাকা: বিজিএমইএ এবং বিকেএমইএ সদস্যভুক্ত নয় এমন পোশাক শিল্প কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা এবং বোনাস নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য তিনি সরকারকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।



বৃহস্পতিবার বিজিএমইএর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সিদ্দিকুর রহামান, সহ-সভাপতি (অর্থ) এসএ মান্নান (কচি) উপস্থিত ছিলেন।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ঈদের আগে শ্রমিকরা যাতে সুষ্ঠুভাবে বেতন ভাতা পায় সে লক্ষে বিজিএমইএ অগ্রিম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। ফলে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যভুক্ত পোশাক শিল্প কারখানা শ্রমিকদের ঈদের বেতন ভাতা ও বোনাস সরবরাহ করা হয়েছে। ’

কিছু কিছু পোশাক কারখানায় এখনও বেতনভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী দুই এক দিনের মধ্যে সম্ভব হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর প্রায় আড়াই হাজার সদস্য আছে। এর মধ্যে ৭০০টি শিল্প কারখানা কিছুটা ঝুঁকির মধ্যে ছিল। তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিলাম ১৮টি শিল্প কারখানাকে। বিজিএমইএ এসব কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করেছে। ’

তিনি আরও বলেন, ‘ঢাকায় গার্মেন্টস এলাকাগুলোকে ৯টি ভাগে ভাগ করে বিজিএমইএর কর্মকর্তাদের সমন্বয়ে ৯টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছিল। এ কমিটিগুলো যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমস্য সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করেছে। ’

সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সরকার ঈদকে সামনে রেখে গার্মেন্টস শিল্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য গার্মেন্টস মালিকরা যাতে সঠিক সময় ক্যাশ ক্রেডিট পেতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করেছেন। ’

এছাড়া ২৭ থেকে ২৯ আগস্ট ছুটির দিনেও পোশাক শিল্প শ্রমিকদের বেতনভাতা দেওয়ার জন্য ব্যাংকের এডি শাখা খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক আদেশ জারি করায় বাংলাদেশ ব্যাংকেও ধন্যবাদ জানান তিনি।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বেতন-ভাতার ইস্যু নিয়ে কোনো অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ৯টি কমিটি প্রতিনিয়ত কাজ করছে। যে সকল গার্মেন্টস মালিকগণ বেতনভাতা প্রদান করেননি তাদের শিগগিরই বেতনভাতা প্রদান করার জন্য অনুরোধ জানাই। ’

একই সঙ্গে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় পুলিশ প্রটেকশনের প্রয়োজন হলে বিজিএমইএর সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ করেন। বিজিএমইএর কন্ট্রোল রুমের নম্বর: ৯১৪৪৫৫১ এবং হটলাইন নম্বর: ০১৭১৩-০৬২৭২৮। এছাড়া শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের নম্বর: ০১৭১৩-৩৯৮৩১১, ৯৬৬৫৪০৭ অথবা ৯৯৯ ফোন করে সহযোগিতা চাওয়ার জন্য বলা হয়েছে।

শ্রমিকরা ঈদ উপলক্ষে যাতে সুষ্ঠুভাবে বাড়ি পৌঁছাতে পারে তার জন্য বাস ট্রেন ও লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সেদিকে নজর রাখার জন্য বিজিএমইএর সভাপতি সরকারকে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।