ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১
গ্রামীণের দুই মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত

ঢাকা: গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান (স্কিম টু) এর লেনদেন স্থগিত করেছে  সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করা হয়।



পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এ ব্যাপারে এসইসির শীর্ষ এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে এ দুটি মিউচুয়াল ফান্ড যে লভ্যাংশ ঘোষণা দিয়েছে তা এসইসি থেকে অনুমোদন নেওয়া হয়নি।

এ কারণে এসইসির আইন ১৯৭৯ এর ধারা ‘ক’ অনুযায়ী এসইসির নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ দুটি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করেছে।

একই সঙ্গে এ দুই মিউচুয়াল ফান্ডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।