ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসইতে ১০০ টাকা মূল্যের শেয়ারের রাজত্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১
ডিএসইতে ১০০ টাকা মূল্যের শেয়ারের রাজত্ব

ঢাকা: ১০০ টাকার অভিহিত মূল্যের শেয়ার রাজত্ব করেছে পুঁজিবাজারে। ফলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে লেনদেনও।

সেই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৫৯ কোটি টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট  ২৫৫টি কো¤পানির  ৫ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
ডিএসই’তে বুধবার মোট লেনদেনের পরিমাণ ৫৪৪ কোটি ৭৯ লাখ ১৯ হাজার ১৭৪ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫৯ কোটি ১৪ লাখ টাকা বেশি।

মঙ্গলবার বিকেলে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজারের যে সকল কোম্পানির মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের অভিহিত মূল্য (ফেসভ্যালু) ১০০ টাকা রয়েছে ১ ডিসেম্বারের মধ্যে ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়ায় বাজারে এর প্রভাব পড়েছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।

এসইসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএসই’র সিনিয়র সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটো বাংলানিউজকে বলেন, ফেসভ্যালু নিয়েও অনেকে বাজারকে বিভ্রান্ত করার চেষ্টা করে। স্পিডের নামে বাজারকে অতিমূল্যয়িত করারও অভিযোগও রয়েছে। এখন থেকে আর এ সুযোগ থাকবে না। তবে বাজারে এক চক্র রয়েছে সব সময় বাজারকে বিভ্রান্ত রাখতে চায়। তাদের থেকে বিনিয়োগকারীদের সর্তক থাকার পরামর্শও দেন তিনি।

এেিদক বাজার বিশ্লেষন করে দেখা গেছে, বুধবার শেয়ার বাজারে তালিকাভুক্ত ১০০ টাকার ফেসভ্যালুর কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিএসই’র লেনদেনে শীর্ষের তালিকাতেও অধিকাংশ ১০০ টাকার ফেসভ্যালুর কোম্পানিগুলো জায়গা করে নিয়েছে। পাশাপাশি দরবৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় ছিলো ১০০ টাকার ফেসভ্যালুর শেয়ার।


ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮৫.৮৬ পয়েন্ট বেড়ে ৬১৩১.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্যদিকে ডিএসই- ২০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৮.১২ পয়েন্ট বেড়ে ৪১৩৯.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার লেনদেনকৃত ২৫৫ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫ টির, কমেছে ৬৫টি কো¤পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কো¤পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো -তিতাস গ্যাস, লাফার্জ সুরমা সিমেন্ট, সিটি ব্যাংক লিঃ, যমুনা অয়েল লিঃ, কেয়া কসমেটিকস, ওয়ান ব্যাংক লিঃ, এসআলম কোল্ড রোল্ড, বেক্সিমকো লিঃ, ইসলামি ব্যাংক লিঃ ও ফু-ওয়াং ফুডস্ লিঃ।

দর বৃদ্ধির শীর্ষে ১০টি কোম্পানি হলো- ইমাম বাটন, ফু-ওয়াং সিরামিকস্, আনলিমা ইয়ার্ন, আইপিডিসি, সোনারগাঁও টেক্সটাইল, ইসলামিক ফাইন্যান্স, কে এন্ড কিউ, ডেল্টা স্পিনিং, প্রাইম টেক্সটাইল ও এফএ এস ফাইন্যান্স।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০ টি কোম্পানি হলো -  ইস্টার্ন লুব্রিকেন্টস্, ইস্টার্ন ব্যাংক লিঃ ১ম মিউ: ফান্ড, গ্রামীণ ১, ট্রাস্ট ব্যাংক ১ম মিউ: ফান্ড, আইএফআইসি ১ম মিউ: ফান্ড, এইমস্ ১ম মিউ: ফান্ড, লিগেসী ফুটওয়্যার, সায়হাম টেক্সটাইল, হাক্কানী পাল্প ও প্রাইম লাইফ ইন্সুরেন্স।    

বাংলাদেশ সময়: ১৫৩৫ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।