ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬০ হাজার ৯শ’ ৮১ কোটি টাকার ৭ প্রকল্প একনেকে অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
৬০ হাজার ৯শ’ ৮১ কোটি টাকার ৭ প্রকল্প একনেকে অনুমোদন

ঢাকা: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় ৬০ হাজার ৯শ‘ ৮১ কোটি টাকা ব্যয় সংবলিত ৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার অর্থায়ন করবে ৩৭ হাজার ২শ’ ৯৯ কোটি টাকা।

প্রকল্প সহায়তা পাওয়া যাবে ২৩ হাজার ৭শ’ ৫২ কোটি টাকা।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এ প্রকল্পগুলো অনুমোদিত হয়।

এসবের মধ্যে সবচেয়ে বড় প্রকল্পটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগাম।

এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৬ হাজার ৯শ‘ ৯৪ কোটি টাকা। এর মধ্যে সরকার অর্থায়ন করবে ৩৪ হাজার ৮শ’ ১৭ কোটি টাকা।

প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে ২২ হাজার ১শ’ ৭৭ কোটি টাকা। প্রকল্পের বাস্তবায়ন কাল জুলাই ২০১১-জুন ২০১৬

মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রজনন ও পুষ্টি সেবায় আগামী ৫ বছরে এ অর্থ ব্যয় হবে। প্রকল্পটির বাস্তবায়নে ৩২টি অপারেশনাল পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে মাতৃ মৃত্যুহার ১৪৩ এর নিচে নামিয়ে আনা যাবে। এইচআইভি সংক্রমণ শতকরা ১ ভাগের নিচে নেমে আসবে এবং জন্মহার ২ ভাগে নেমে আসবে।

তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে।

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হল, যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে ৭০ মিটার গেজ’র ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প।

প্রকল্পটির ব্যয় ১ হাজার ৯শ‘ ৪৬ কোটি টাকা যার পুরো অর্থই দেবে সরকার। প্রকল্পটির বাস্তবায়নকাল জুলাই ২০১১-জুন ২০১৭।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ৭৩ কোটি টাকা ব্যয় সংবলিত নওগাঁ শহর রক্ষা প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য পুরো অর্থই দেবে সরকার।

প্রকল্পের বাস্তবায়ন কাল জুলাই ২০১১-জুন ২০১৩।

স্থানীয় সরকার বিভাগের পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা-নওগাঁ জিসিএন সড়ক উন্নয়ন।

এ প্রকল্পের ব্যয়ের ৯১ কোটি টাকার পুরোটাই সরকার অর্থায়ন করবে। প্রকল্পের বাস্তবায়ন কাল জুলাই ২০১১-ডিসেম্বর ২০১৩।

স্থানীয় সরকার বিভাগের রাজশাহী সিটি করপোরেশনের উপশহর মোড় থেকে সোনাদীঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশ্বস্থকরণ ও উন্নয়ন প্রকল্প।

এ প্রকল্পের ব্যয় ৭২ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ৬৮ কোটি টাকা। বাকি ৪ কোটি টাকা দেবে রাজশাহী সিটি করপোরেশন। প্রকল্পের বাস্তবায়নকাল জানুয়ারি ২০১১- ডিসেম্বর ২০১৩।

স্থানীয় সরকার বিভাগের ইমারজেন্সি রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন অব ওয়াটার সাপ্লাই সিস্টেম প্রজেক্ট-২।

২২৪ কোটি টাকা ব্যয় সংবলিত প্রকল্পটির বাস্তবায়ন কাল জুলাই ২০১১- জুন ২০১৪ পরিকল্পনা বিভাগের ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন (সংশোধিত) প্রকল্প।

প্রকল্পের ব্যয়  ১ হাজার ৫শ‘ ৮১ কোটি টাকা। সরকার দেবে ৬ কোটি টাকা আর বাকি ১ হাজার ৫শ‘ ৭৫ কোটি টাকা আসবে প্রকল্পের সাহায্য থেকে।

বাস্তবায়ন কাল আগস্ট ২০০৮- জুন ২০১৪।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।