ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির রেকর্ড

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির রেকর্ড

ঢাকা: বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার প্রভাবে প্রথমবারের মতো রেকর্ড দাম বেড়েছে স্বর্ণের। ১ হাজার ৯০০ ডলার ছুঁয়েছে প্রতি আউন্স স্বর্ণের দাম।



এশিয়ার বাজারে মূল্যবান এ ধাতুর দাম     শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে যার বাজার মূল্য দাঁড়ায় ১ হাজার ৯০০ ডলারেরও বেশি।

মার্কিন অর্থনীতির মন্দাভাব ও ঋণ সংকটের কারণে ইউরোপে স্বর্ণের মূল্যমান বেড়ে যাওয়ায় ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। কারণ মার্কিনিরা মন্দার এ অনিশ্চয়তার বাজারে এ ধাতবে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন।

বিশ্লেষকদের মতে, মার্কিন অর্থনীতির উদ্দিপক হিসেবে স্বর্ণের দাম ভবিষ্যতে আরও বাড়তে পারে।

ইউরোপীয় অর্থনীতিবিদ ড্যারেন হিথকোটের মতে, মন্দার বাজারে স্বর্ণের দাম বাড়ায় বিনিয়োগকারীদের এখন উৎসাহ বেড়েছে। বাজারে নতুন কোনও সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তাদের এ উৎসাহ অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, অর্থনীতিকে চাঙ্গা করতে মার্কিন ফেডারেল রিসার্ভ (কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা) নতুন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করলে স্বর্ণের চাহিদা আরও বাড়তে পারে।

সারাবিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আগামী সপ্তাহে জ্যাকশন হোলে বার্ষিক সভায় একত্রিত হওয়ার কথা রয়েছে।

ধারণা করা হচ্ছে ওই সভায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বেন বারনেক অর্থনীতি বিষয়ে নতুন প্রণোদনা নীতি ঘোষণা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।