ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জলবায়ু পরিবর্তন : ৫০ বিলিয়ন ডলার পাচ্ছে ঢাকাসহ ৪০ সিটি

রহমান মাসুদ, স্টাফ করেসপনেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
জলবায়ু পরিবর্তন : ৫০ বিলিয়ন ডলার পাচ্ছে ঢাকাসহ ৪০ সিটি

ঢাকা: জলবায়ু পবির্তনের ঝুকিতে আছে গোটা বিশ্ব। প্রকৃতির রোষানলে পড়ে সর্বস্বান্ত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠি।

নিজের ভিটেমাটি, পেশা, সম্বল হারিয়ে এইসব অসহায় দুর্ভাগারা আশ্রয় নিচ্ছে কাছের বড়বড় শহরে। এইসব অতিরিক্ত জনগোষ্ঠির চাপ সামলাতে লেজেগুবোরে অবস্থা শহরগুলোর। আর এ অবস্থায় নগরপিতাদের দিকে হাত বাড়াতে রাজি হয়েছে বিশ্বব্যাংক।

ঢাকা, নিউইয়র্ক, দিল্লি, আদ্দিস আবাবা, এথেন্স, বেইজিং, বার্লিন,কায়রো, শিকাগো, হিউস্টন, হংকং, ইস্তাম্বুল, যাকার্তা, করাচি, লন্ডন, লসএঞ্জেলেস, মাদ্রিদ, মেলবোর্ন, মেক্সিকো, মস্কো, মুম্বাই, প্যারিস, ফিলাডেলফিয়া, রোম, সিউল, সাংহাই, সিডনি, টোকিও, টরন্টোসহ বিশ্বের ৪০টি মহানগরকে বিশ্বব্যাংক অর্থ সাহায্য দেবে।

জলবায়ু পরিবর্তনের ভয়ংকর পরিস্থিতি রোধে বিভিন্ন প্রকল্পে সহায়তার জন্য সম্প্রতি ব্রাজিলে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিশ্বব্যাংকের সাথে। ৪০ সিটির মেয়রদের নিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ, যুক্তরাষ্ট্রের সাবেক  প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ অনেকে।

জলবায়ু পরিবর্তন রোধে গৃহিত প্রকল্পে কারিগরি এবং আর্থিক সহায়তা দেবে বিশ্বব্যাংক।

অনুষ্ঠানে বিল ক্লিনটন বলেন, ‘বিশ্বব্যাংকের এ ঘোষণা সত্যি আনন্দের ব্যাপার। কারণ, অনেক সিটিই যথাযথ পদক্ষেপ নিতে সক্ষম হচ্ছে না আর্থিক কারণে। ’
 
বিশ্বব্যাংক প্রধান রবার্ট বি জোয়েলিক বলেন, ‘এ চুক্তির পর সংশ্লিষ্ট প্রকল্পে অর্থ প্রদানের আগ্রহ বাড়বে আন্তর্জাতিক সংস্থাগুলোর। ’

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা মোকাবেলায় এ সিটিগুলোকে প্রকল্প সহায়তা হিসেবে ২০১০ সালেও ৬.৪ বিলিয়ন ডলার দিয়েছিল বিশ্বব্যাংক। নতুন চুক্তির ফলে এ ক্ষেত্রে সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার।

৪০ সিটির সমন্বয়ে গঠিত ‘সি ফোর্টি’ নামক এ সংগঠনের চেয়ারম্যান নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ। নতুন সহায়তা সম্পর্কে তিনি বলেন, ‘ তুমি পরিমাপ করতে পারবে না যদি বিষয়টির যথাযথ ব্যবস্থাপনা করতে না পারো। ’

সি ফোর্টি’র মোট জনসংখ্যা হচ্ছে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি। যেখানে বিশ্বের মোট অর্থনৈতিক কর্মকান্ডের ২১% সংঘটিত হচ্ছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ঢাকার জনসংখ্যা ধরা হয়েছে মাত্র ৬৭ লাখ।

এ টাকা সম্পর্কে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বাংলানিউজকে বলেন, ‘বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুত টাকা উল্লেখিত সিটিগুলো তাদের উদ্ভূত সমস্যা সমাধানে ব্যয় করবে। ’

এ বছরের মধ্যেই বিশ্বব্যাংক প্রতিশ্রুত টাকা ছাড় করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।